• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ক্রিয়েটিভ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে ১৫০’শ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত এপ্রিল ২৩, ২০১৮
ক্রিয়েটিভ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে ১৫০’শ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার :: ‘রক্ত দিন, জীবন বাঁচান’ এই শ্লোগান নিয়ে ২২ এপ্রিল রবিার  ক্রিয়েটিভ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ক্রিয়েটিভ সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার মো: আমিনুল ইসলাম ও সাব্বির আহমদের সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সংগঠনের সদস্য মুহিব, মান্না, রোমান, তোফায়েল, শিহাব, লাহিম, হুজায়ফা মুহাম্মেদ, লোকমান, রোমন, তানবির’র সার্বিক সহযোগিতায় ১৫০’শ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকল ছাত্র-ছাত্রীরা উৎসাহ নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ প্রকাশ করে। ক্যাম্পেইন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় সমাপ্ত হয়। সংগঠনের ক্রিয়েটিভ সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার মো: আমিনুল ইসলাম বলেন আশা করি সেচ্চায় রক্ত দানে আগ্রহ প্রকাশের মাধ্যমে আমরা একদিন দেশের রক্ত শুন্যতা পুরণ করতে পারব ইনশাআল্লাহ। সংগঠনের সদস্যগণ সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির প্রষ্টর, রেজিস্টার, স্যারদেরকে এবং যারা পাশে থেকে সার্বিকভাবে সহযোগীতা করেছেন।তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।